

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে দালাল চক্রের বিরুদ্ধে র্যাব-২ বিশেষ অভিযান চালায়।
এ সময় দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ দলের চার সদস্যকে হাতে-নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, পূর্বে পাসপোর্ট অফিস থেকে দালাল চক্রের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি ও মাইকিং করা হলেও তারা সক্রিয় ছিল।
আটকরা সাধারণ প্রার্থীদের কাছ থেকে ফরম পূরণ, সত্যায়ন, ভুল সংশোধন ও দ্রুত ভেরিফিকেশনের নামে ৫-৬ হাজার টাকা পর্যন্ত আদায় করত। অনেকে টাকা না দিলে নানা উপায়ে হয়রানির শিকার হতেন।
তিনি আরও জানান, আটক চারজন নিয়মিতভাবেই প্রতারণার মাধ্যমে মানুষকে ভোগান্তিতে ফেলছিল। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত সাজা প্রদান করে।
র্যাব জানায়, জনস্বার্থে এবং অবৈধ দালাল চক্র নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
