রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এক রাতে রাজধানীর ৫ স্থানে ককটেল বিস্ফোরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম
আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা
expand
আগারগাঁওয়ের এডিবি ভবনের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা

ঢাকার বিভিন্ন এলাকায় একই রাতে পাঁচটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আগারগাঁও, মিরপুর, হাতিরঝিল, পল্লবী এবং বিমানবন্দর-এই পাঁচটি এলাকায় হামলার ঘটনা ঘটলেও কেউ হতাহত হয়নি।

একাধিক স্থানে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দায়ীদের শনাক্তে কাজ চলছে।

আগারগাঁও

শনিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে আগারগাঁওয়ের এডিবি ভবনের পাশে টহলে থাকা পুলিশ সদস্যদের সামান্য দূরত্বে ককটেল বিস্ফোরিত হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান জানান, মোটরসাইকেলে চড়ে এসে দুর্বৃত্তরা হঠাৎ বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

মিরপুর ও হাতিরঝিল

এর আগে সন্ধ্যার পর মিরপুর ও হাতিরঝিলে দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটে। মিরপুরের বিআরটিএ কার্যালয়ের ভেতরে সন্ধ্যা ৬টার দিকে ককটেল বিস্ফোরণ হয়।

কিছুক্ষণ পর হাতিরঝিলের মধুবাগ ব্রিজ থেকে রাস্তার ওপর আরেকটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হলেও অন্য কোনো ক্ষতি হয়নি।

হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক ফুয়াদ আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পল্লবী

সন্ধ্যা ৭টা ২০ মিনিটে পল্লবী মেট্রো স্টেশনের ১৭৭ নম্বর পিলারের নিচে ধারাবাহিকভাবে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে।

স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি বিস্ফোরক নিক্ষেপের পর সেখান থেকে দ্রুত সরে যায়। হঠাৎ বিস্ফোরণে মেট্রো স্টেশনে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।

বিমানবন্দর রেলস্টেশন

রাত ১১টা ১০ মিনিটে বিমানবন্দর রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই মাসুদ পারভেজ বলেন, ঘটনাস্থলে কেউ আহত হয়নি। রেলওয়ে পুলিশ বিষয়টি দেখছে। প্রাথমিক তথ্য অনুযায়ী বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত স্থান ত্যাগ করে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন