

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানী ঢাকায় প্রতিদিনই নানা কর্মসূচি ও আয়োজনের কারণে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানজট ও চলাচলে বিঘ্ন ঘটে। তাই বাইরে বের হওয়ার আগে জেনে নেওয়া দরকার—আজ শহরের কোথায় কী ধরনের কর্মসূচি রয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া উল্লেখযোগ্য কয়েকটি কর্মসূচির সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আজ বিকেল ৩টায় ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন।
সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল বায়োকেমিস্ট (ব্যাকব)। এতে সভাপতিত্ব করবেন সংগঠনের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসাইন উদ্দিন শেখর।
এছাড়া, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য নির্মিত আবাসন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে আরেকটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বেলা ১১টায়, একই স্থানে।
মন্তব্য করুন

