বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৯ এএম
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
expand
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবার ব্যক্তিগত নিরাপত্তার আওতায় গানম্যান পেয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন একটি সূত্র সোমবার (১৩ জানুয়ারি) এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে রোববার (১২ জানুয়ারি) ডা. শফিকুর রহমানের জন্য পুলিশ মহাপরিদর্শকের কাছে একটি প্রস্তাব পাঠানো হয়েছিল।

মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ডা. শফিকুর রহমানের জীবন ও নিরাপত্তার ক্ষেত্রে উচ্চমাত্রার ঝুঁকি বিদ্যমান। তাই তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান এবং বাসভবনে সশস্ত্র পোশাকধারী পুলিশ মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের বিশেষ শাখা (এসবি) ডা. শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, এবং বিএনপি নেতা যাদের আগে নিরাপত্তা সুবিধা পেয়েছেন, তাদের সঙ্গে ডা. শফিকুর রহমানও অন্তর্ভুক্ত হলেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X