শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর ৩ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ১

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৯ পিএম
ককটেল
expand
ককটেল

রাজধানীর শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় পৃথক তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের ব্যবধানে পৃথক এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সোয়া ৪টা থেকে কয়েক মিনিটের মধ্যে শান্তিনগর, মৌচাক ও মগবাজার এলাকায় পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ফ্লাইওভারের ওপরে চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলগুলো নিচে ছুড়ে মারা হয়েছে। এতে এক নারী পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে। আহত নারীকে ট্রাফিক পুলিশ সদস্যরা স্থানীয় হাসপাতালে নিয়ে যান।

ঘটনাস্থলগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X