বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পল্লবী-উত্তরায় বিশেষ অভিযান, গ্রেপ্তার ৩১

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী ও উত্তরা পশ্চিম এলাকায় ঢাকা মহানগর পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে পল্লবী থেকে ১৭ জন, উত্তরা পূর্ব থানা এলাকা থেকে ১৬ জন ও উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে আরো ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পল্লবী থেকে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. মাজম (৩১), মো. লামিন (৩৫), সোলাইমান আহম্মেদ (২০), মো. রাব্বি (১৯), মো. পুতুল (৪৫), মো. সাকিব হোসেন (২৫), মো. পাপ্পু (৩৫), ইব্রাহিম শেখ (২৯), ফেকু (৩০), সাগর সরকার (২৫), সুজন (২২), আনোয়ার হোসেন (৩৫), ইশাকুল ইসলাম জিসান (২৪), আবব্রাহাম হোসেন আবির (২১), আবুল হোসেন (৩৫), আবুল হোসেন (২৬) ও আব্দুল গাফফার (৪৫)।

উত্তরা থেকে ব্যক্তিরা হলেন, রনি আকন্দ (২৯), আকাশ (২২), জাকির (৪০), বিল্লাল হোসেন (২৬), ইউসুফ (৩০), তানজিল খান (২৫), সাফিন বিন সাত্তার (২৩), গোলাম কিবরিয়া (২৬), নয়ন সরদার (২৩), জনি (৩২), মোখছেদুল মমিন (২৭), তাজিম মিয়া (২২), জয়নাল আবেদীন (২৮) ও রনি গাজী (২৬)।

গ্রেপ্তার ব্যক্তিরা প্রত্যেকেই নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X