

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার রাস্তায় প্রতিদিনই নানান কারণে যানজট ও ভোগান্তি দেখা যায়। বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠান বা কর্মসূচির কারণে সড়ক চলাচলে প্রভাব পড়ে। তাই বাইরে বের হওয়ার আগে দিনের গুরুত্বপূর্ণ আয়োজনগুলো জেনে রাখা সুবিধাজনক।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাওয়া কিছু উল্লেখযোগ্য কর্মসূচি নিচে তুলে ধরা হলো।
বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগের আয়োজনে শামস হলসহ দেশের সব আঞ্চলিক কার্যালয়ে একযোগে ২০২০–২৪ সালের শাপলা কাব অ্যাওয়ার্ড, ২০২১–২৪ সালের প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড এবং ২০২৩ সালের প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন।
আগারগাঁওয়ের বন ভবনে বন্যপ্রাণী, জীববৈচিত্র্য ও বন সংরক্ষণে কাজ করা স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘পানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন: স্থানীয় জ্ঞান ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন পরিবেশ উপদেষ্টা।
বিশ্বসাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স নামে একটি নতুন পেশাজীবী সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও অভ্যুত্থান আন্দোলনের অগ্রণী মুখ নাহিদ ইসলাম।
মন্তব্য করুন

