

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজারেই সূচক কমেছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল সূচক পড়েছে ১.৫৯ শতাংশ, অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেনে সামান্য বৃদ্ধি দেখা গেছে।
দিনের শুরুতে সূচক বাড়লেও ১০ মিনিটের মধ্যেই পতন শুরু হয়। দিন শেষে ডিএসইএক্স সূচক ৮৯.৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৫,৫৩৮ পয়েন্টে (আগের দিন ছিল ৫,৬২৮)।
নির্বাচিত কোম্পানির সূচক (ডিএস–৩০) কমেছে ৩৯.২ পয়েন্ট, দাঁড়িয়েছে ২,১৫৩-এ। শরিয়াহ সূচক (ডিএসইএস) কমেছে ২১.২ পয়েন্ট, নেমেছে ১,২০৪-এ।
সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে— ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ওয়ালটন, স্কয়ার ফার্মা ও বেক্সিমকো ফার্মার শেয়ার।
মোট লেনদেন হয়েছে ১,১৭৭ কোটি টাকা (আগের দিন ১,৪০০ কোটি টাকা)। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও ফান্ড: ৪০১টি। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৩০৫টির, অপরিবর্তিত ২৮টির।
শীর্ষে ওষুধ ও রসায়ন (১২.৯%)। দ্বিতীয় প্রকৌশল ও বস্ত্র খাত (প্রতিটি ১০.২%)। তৃতীয় তথ্যপ্রযুক্তি খাত (৮.৩%)। চতুর্থ ব্যাংক খাত (৮.১%)। পঞ্চম জীবন বীমা (৭.৪%)।
ফলাফল অনুযায়ী, দুটি খাত ছাড়া বাকি সব খাতেই সূচক নেমেছে। সর্বোচ্চ পতন সিরামিক খাতে (৩.৩%)। ভ্রমণ–অবকাশ, সাধারণ বীমা ও সিমেন্টেও যথাক্রমে ৩.২%, ২.৮% ও ২.৫% নেতিবাচক রিটার্ন এসেছে। তবে জীবন বীমা ও তথ্যপ্রযুক্তি খাতে ০.৩% করে ইতিবাচক রিটার্ন দেখা গেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই): নির্বাচিত সূচক (সিএসসিএক্স) ১২৭.৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৯,৫৫৮-এ।
সার্বিক সূচক (সিএএসপিআই) কমেছে ২০২.৫ পয়েন্ট, দাঁড়িয়েছে ১৫,৫৭১-এ।
মোট লেনদেন: ১৯.৭৭ কোটি টাকা (আগের দিন ১৬.৫১ কোটি টাকা)।
লেনদেনে অংশ নেয় ২৪৩টি কোম্পানি ও ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১৬৮টির, অপরিবর্তিত ২৩টির।
বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের মুনাফা তুলতে চাওয়ার প্রবণতা ও বাজারের অনিশ্চয়তার কারণে সূচকে এমন চাপ তৈরি হয়েছে।
মন্তব্য করুন
