মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বুধবার ব্যাংকের যে সেবাগুলো বন্ধ থাকবে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

ক্যালেন্ডারের পাতা উল্টে বছর শেষের প্রহর। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) ‘ব্যাংক হলিডে’ উপলক্ষে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এদিন অনুষ্ঠিত হবে বছরের শেষ দিনের বৃহৎ আর্থিক হিসাব-নিকাশের কাজ, যেখানে মিলিয়ে দেখা হবে হাজার হাজার কোটি টাকার লেনদেনের হিসাব।

এই সময়ে দেশের দুটি শেয়ারবাজারেও লেনদেন বন্ধ থাকবে। জরুরি আর্থিক ব্যবস্থাপনায় একমাত্র ভরসা থাকবে ডিজিটাল সেবা।

অনেকে দিনটিকে সাধারণ ছুটি মনে করলেও বাস্তবে এটি ব্যাংকারদের জন্য বছরের সবচেয়ে ব্যস্ত দিন। কারণ ৩১ ডিসেম্বরেই শেষ হয় ব্যাংকগুলোর আর্থিক বছর। সারা বছরের আয়-ব্যয়, আমানত ও ঋণের হিসাব চূড়ান্ত করা এবং বার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করার জন্যই দিনটি বরাদ্দ থাকে।

সারা দেশের সব শাখা থেকে আসা হিসাবগুলো একত্রিত করে ‘অ্যানুয়াল ক্লোজিং’ (Annual Closing) সম্পন্ন করার জন্য নিরবচ্ছিন্ন সময়ের প্রয়োজন হয় বলেই এই দিনে গ্রাহকদের সাথে কোনো সরাসরি লেনদেন করা হয় না।

কোন সেবাগুলো বন্ধ থাকবে?

কাউন্টার লেনদেন : ব্যাংকের কাউন্টারে গিয়ে নগদ টাকা জমা বা উত্তোলন করা যাবে না।

চেক ক্লিয়ারিং : আন্ত ব্যাংক চেক ক্লিয়ারিং বা বিএসিএইচ (BACH) কার্যক্রম স্থগিত থাকবে।

শেয়ারবাজার : ব্যাংক বন্ধ থাকায় ঢাকা (DSE) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (CSE) কোনো লেনদেন হবে না।

এলসি ও ফরেন এক্সচেঞ্জ : বৈদেশিক বাণিজ্য বা এলসি (LC) সংক্রান্ত কোনো কাজ এই দিনে হবে না।

সচল থাকবে বিকল্প মাধ্যম ব্যাংকের শাখাগুলো সরাসরি লেনদেন না করলেও ডিজিটাল যুগের কল্যাণে গ্রাহকরা বেশ কিছু সুবিধা পাবেন :

এটিএম বুথ (ATM) : সারা দেশের এটিএম বুথগুলো থেকে কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন স্বাভাবিক থাকবে।

মোবাইল ব্যাংকিং (MFS) : বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সেবাগুলো সচল থাকবে।

অনলাইন ব্যাংকিং : ব্যাংকের মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ফান্ড ট্রান্সফার ও ইউটিলিটি বিল পরিশোধ করা যাবে।

ব্যাংক হলিডে এর দিনে পরামর্শ ও পরবর্তী সূচি

যাদের বড় অংকের নগদ অর্থের প্রয়োজন বা জরুরি ব্যাংকিং কাজ রয়েছে, তাদের আজ ৩০ ডিসেম্বরের মধ্যেই তা সেরে নেওয়া উচিত। তবে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ আগামী ১ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে যথানিয়মে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নতুন বছরের লেনদেন শুরু করবে।

বড় অংকের টাকা ট্রান্সফার করবেন কীভাবে?

১. ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল অ্যাপ

বর্তমানে প্রায় সব ব্যাংক তাদের নিজস্ব মোবাইল অ্যাপের (যেমন:BRAC Bank Astha, City Touch, EBL Skybank, Cellfin) মাধ্যমে বড় অংকের টাকা ট্রান্সফার করার সুবিধা দেয়।

ইন্টারনাল ট্রান্সফার: যদি প্রেরক ও প্রাপক একই ব্যাংকের গ্রাহক হন, তবে ব্যাংক হলিডেতে কোনো বাধা ছাড়াই তাৎক্ষণিক (Instant) কয়েক লাখ টাকা পর্যন্ত পাঠানো সম্ভব।

NPSB (Instant Transfer): ভিন্ন ব্যাংকে টাকা পাঠানোর জন্য NPSB নেটওয়ার্ক ব্যবহার করলে ব্যাংক ভেদে দিনে সাধারণত ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত সাথে সাথে পাঠানো যায়। এটি ব্যাংক হলিডের দিনেও সচল থাকে।

২. আরটিজিএস (RTGS)

সাধারণ সময়ে ১ লাখ টাকার বেশি পাঠাতে RTGS সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। তবে মনে রাখবেন, ব্যাংক হলিডের দিন ব্যাংকগুলোর কেন্দ্রীয় সেটেলমেন্ট সিস্টেম বন্ধ থাকতে পারে। তাই ব্যাংক হলিডের দিন আরটিজিএস করলে সেই টাকা সাধারণত পরবর্তী কার্যদিবসে জমা হয়। জরুরি হলে অ্যাপের মাধ্যমে করার চেষ্টা করুন।

৩. এমএফএস বা মোবাইল ব্যাংকিং জরুরি প্রয়োজনে এটি একটি দ্রুত সমাধান।

৪. ক্রেডিট কার্ড ব্যবহার

যদি কোনো বড় কেনাকাটা বা বিল পেমেন্ট করার প্রয়োজন হয়, তবে ব্যাংক ট্রান্সফারের বদলে ক্রেডিট কার্ড ব্যবহার করা বুদ্ধিমানের কাজ। এটি সরাসরি ব্যাংক ব্যালেন্সের ওপর নির্ভর করে না এবং ব্যাংক হলিডেতে এর ট্রানজেকশন প্রসেসিং সচল থাকে।

৫. এটিএম থেকে ক্যাশ উত্তোলন

যদি নগদ টাকার প্রয়োজন হয়, তবে এটিএম বুথ সবচেয়ে বড় ভরসা।

৬. কর্পোরেট ইন্টারনেট ব্যাংকিং ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ব্যাংকগুলো বিশেষ পোর্টাল দিয়ে থাকে। ব্যাংক হলিডেতে লেনদেন সরাসরি কার্যকর না হলেও অনেক ক্ষেত্রে শিডিউল ট্রানজেকশন বা প্রি-অ্যাপ্রুভড ট্রানজেকশন প্রসেস করা সম্ভব হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X