শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

২৩ দিনে রেমিট্যান্স এলো ২১৬ কোটি ডলার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
expand
২৩ দিনে রেমিট্যান্স এলো ২১৬ কোটি ডলার

চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২৩ দিনে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ২১৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। অর্থাৎ গড়ে প্রতিদিন প্রায় ৯ কোটি ৪১ লাখ ডলার করে দেশে এসেছে এই বৈদেশিক আয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৮৪ কোটি ডলার। অর্থাৎ বছরওয়ারি হিসাবে প্রবাহ বেড়েছে প্রায় ১৭ দশমিক ৬০ শতাংশ।

আরিফ হোসেন খান আরও জানান, শুধু ২৩ সেপ্টেম্বর একদিনেই প্রবাসীরা দেশে ৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি অর্থবছরের (জুলাই–২৩ সেপ্টেম্বর) প্রথম আড়াই মাসে মোট রেমিট্যান্স এসেছে ৭০৬ কোটি ৪০ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৮ দশমিক ২০ শতাংশ বেশি।

এর আগে গত আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পুরো বছরে দেশে রেকর্ড ৩০ দশমিক ৩২ বিলিয়ন (প্রায় ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার) রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন