শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দামে পতন, ভরিতে কমল কত?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১১:০৮ পিএম
সোনার গহনা
expand
সোনার গহনা

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা। এই নতুন মূল্য শুক্রবার থেকে কার্যকর হবে।

বাজুসের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর স্বর্ণের দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকায়। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪ হাজার ৩ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম পড়বে প্রতি ভরি ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত বাজুস মোট ১১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে। এর মধ্যে ৮ বার দাম বাড়ানো হয়েছে এবং মাত্র ৩ বার দাম কমানো হয়েছে। অন্যদিকে গত বছর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার, যার মধ্যে ৬৪ বারই দাম বৃদ্ধি পেয়েছিল। এছাড়া ২০২৫ সালে মোট ২৯ বার স্বর্ণের দাম কমানো হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X