

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বৃদ্ধি করা হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম এক লাফে ভরিতে বেড়েছে ৮ হাজার ৩৩৯ টাকা। ফলে প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পাকা সোনার দাম বাড়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার, ২১ জানুয়ারি বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এর আগে মঙ্গলবার ভালো মানের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছিল ৫ হাজার ২৪৯ টাকা। এছাড়া ২০ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা, ১৫ জানুয়ারি ২ হাজার ৬২৫ টাকা, ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি ১ হাজার ৫০ টাকা করে দাম বাড়ানো হয়।
সব মিলিয়ে চলতি মাসে ছয় দফায় ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে মোট ২৫ হাজার ৬৬১ টাকা। এতে আগের সব রেকর্ড ভেঙে দেশের বাজারে সোনার দামে নতুন উচ্চতা তৈরি হয়েছে।
মন্তব্য করুন

