

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দীর্ঘ প্রায় দুই বছর পর পুনরায় গ্যাস সংযোগ পেলেও পর্যাপ্ত চাপের অভাবে উৎপাদন কার্যক্রম শুরু করা যাচ্ছে না দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল)।
কারখানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৫ জানুয়ারি ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন সচল রাখতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) যমুনা সার কারখানার গ্যাস সংযোগ প্রত্যাহার করে নেয়। এতে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় ২৩ মাস পর চলতি বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড পুনরায় গ্যাস সংযোগ প্রদান করে।
গ্যাস সংযোগ ফিরে পাওয়ার পর কারখানা কর্তৃপক্ষ দ্রুত যান্ত্রিক ত্রুটি সংস্কারসহ উৎপাদনে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করে। তবে গ্যাসের চাপ প্রয়োজনের তুলনায় কম থাকায় ইউরিয়া উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।
এ বিষয়ে যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন জানান, দীর্ঘ বিরতির পর গ্যাস সংযোগ পাওয়ায় উৎপাদন শুরুর সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। কিন্তু নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় কারখানাটি চালু করা যাচ্ছে না।
তিনি বলেন, ইউরিয়া সার উৎপাদনে নির্দিষ্ট মাত্রার গ্যাসচাপ অপরিহার্য। বিষয়টি ইতোমধ্যে বিসিআইসি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে দ্রুত সময়ের মধ্যেই যমুনা সার কারখানায় উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করা সম্ভব হবে।
মন্তব্য করুন
