শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

১৭ দিনেই এলো ২০০ কোটি ডলার রেমিট্যান্স

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
মার্কিন ডলার
expand
মার্কিন ডলার

মাসের ১৭ দিনেই দেশের ব্যাংকগুলো রেমিট্যান্স পেয়েছে ২০০ কোটি বা ২ বিলিয়ন ডলার। ডিসেম্বর মাসের প্রথম ১৭ দিন শেষে রেমিট্যান্স এসেছে ২০০ কোটি ৭ লাখ ডলার। শুধুমাত্র ১৭ ডিসেম্বর একদিনেই ১৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে বলছে, ডিসেম্বরের প্রথম ১৭ দিনে গত বছরের একই সময়ের চেয়ে ২৪ কোটি ৭০ লাখ ডলার বেশি এসেছে। গত বছরের ওই সময়ে এসেছিল ১৭৬ কোটি ডলারের রেমিট্যান্স।

চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে এক হাজার ৫০৪ কোটি ৫০ লাখ ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২১৫ কোটি ডলারেরও বেশি। গেল ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৮৯ কোটি ডলার। প্রবৃদ্ধির হার ১৬ দশমিক ৭ শতাংশ।

গত বছর শুধু রমজানের ঈদকে কেন্দ্র করেই এক মাসে ৩০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল। রেমিট্যান্স বৃদ্ধির কারণ হিসেবে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রেরণে বিভিন্ন প্রণোদনা, বৈধ পথে টাকা পাঠানোর ওপর উৎসাহ বাড়ানো এবং এক্সচেঞ্জ হাউজগুলোর সক্রিয় ভূমিকা উল্লেখ করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয় ছিল- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার ও নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহ সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারে পৌঁছেছিল, যা ছিল ওই অর্থবছরের সর্বোচ্চ রেকর্ড। পুরো অর্থবছরে প্রবাসী আয় দাঁড়ায় ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X