মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

টাঙ্গাইল (মির্জাপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ পিএম
আমিনুল ইসলাম সিদ্দিকী
expand
আমিনুল ইসলাম সিদ্দিকী

দক্ষিণ আফ্রিকায় টাঙ্গাইলের মির্জাপুরের আমিনুল ইসলাম সিদ্দিকী (৪৫) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

তার বাড়ি উপজেলার গোড়াইল গ্রামে। তিনি ওই এলাকার আজিজ সিদ্দিকীর মেজো ছেলে।

স্থানীয় সময় শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে দক্ষিণ আফ্রিকার লিস্পুপুর শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ আফ্রিকা নর্থ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোরশেদ এলাহী অঞ্জন।

পরিবার সূত্রে জানা যায়, ১৫ বছর আগে আমিনুল দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে জিম্বাবুয়ের সীমান্তবর্তী লিস্পুপুর শহরে ‘আকাশ সুপারশপ’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন।

গতকাল রাতে কয়েকজন সন্ত্রাসী তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে মাথা লক্ষ্য করে ছয়টি গুলি করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আজিজ সিদ্দিকীর চার সন্তানদের মধ্যে আমিনুল মেজো। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।

তাঁর লাশ এক সপ্তাহের মধ্যে দেশে আসবে বলে জানিয়েছেন আফ্রিকা প্রবাসী ও স্বেচ্ছাসেবক দলের নেতা মোরশেদ এলাহী অঞ্জন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X