রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জে খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সার ডিলার নিয়োগ নীতিমালা বাতিল ও খুচরা ডিলার বহাল রাখার দাবিতে মানববন্ধন হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

পরে উপজেলা নির্বাহী নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দেন খুচরা সার ডিলাররা।

এতে বক্তব্য রাখেন, খুচরা সার ডিলার এসোসিয়েশনের সভাপতি আব্দুস শহিদ মিয়া, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, কোষাধ্যক্ষ আবুল কালাম, উপদেষ্টা লোকমান হেকিম, গোলাম মোস্তফা প্রমুখ৷

এ সময় তারা বলেন, সরকারের নতুন সার নীতিমালায় খুচরা ডিলারদের লাইসেন্স বাতিল করার বিধান থাকায় আমরা উদ্বিগ্ন।

এটি বাস্তাবায়িত হলে ব্যবসায়ীরা পরিবার পরিজন মানবেতর জীবন যাপন করার সমূহ আশঙ্কা রয়েছে৷ অন্যদিকে কৃষকরা সঠিক সময়ে সার না পাওয়ার আশঙ্কা দেখা দেবে। যার ফলে কৃষিজ পণ্য উৎপাদনে মারাত্মক ব্যাঘাত ঘটবে।

এমতাবস্থায় কৃষকদের স্বার্থে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখার জন্য সরকারের নিকট দাবি জানান তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন