বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে দুর্যোগ মোকাবেলায় পুলফান্ড তহবিল গঠন

সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০১:২৭ পিএম
expand
সিরাজগঞ্জে দুর্যোগ মোকাবেলায় পুলফান্ড তহবিল গঠন

সিরাজগঞ্জে দুর্যোগ মোকাবেলায় পুলফান্ড (মানবিক সহায়তা তহবিল) গঠন ও অবহিতকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে জেলা এনজিও সমন্বয় পরিষদ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু। সভায় জেলার বর্তমান দুর্যোগ পরিস্থিতি ও ভবিষ্যৎ দুর্যোগ ব্যবস্থাপনা কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় বক্তারা বলেন, প্রতি বছর বন্যা, নদী ভাঙন, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগে সিরাজগঞ্জের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এ অবস্থায় দ্রুত মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে সম্মিলিত উদ্যোগ জরুরি। তাই এনজিও, ব্যাংক, মানবিক সংগঠন, শিল্প প্রতিষ্ঠান ও জেলার বিত্তশালীদের অংশগ্রহণে একটি পুলফান্ড (মানবিক সহায়তা তহবিল) গঠন করা হয়েছে।

এই তহবিল থেকে দুর্যোগকালীন সময়ে তাৎক্ষণিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হবে। এই উদ্যোগের মাধ্যমে সিরাজগঞ্জে দুর্যোগ পরবর্তী মানবিক সহায়তা কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন এনডিপির নির্বাহী পরিচালক আলাউদ্দিন খান, নাহাবের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক বিশেষজ্ঞ শাহীদা আরিফ নীয়ার, এশিয়া প্যাসিফিক প্রতিনিধি রফিকুল ইসলাম, নাহাবের নির্বাহী পরিচালকসহ জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত বক্তারাও পুলফান্ডের কার্যকর ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব আরোপ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন