সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে জাল টাকার নোটসহ কারবারি আটক

শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১০:৫৬ এএম
আটককৃত মেহেদী হাসান (২৫)
expand
আটককৃত মেহেদী হাসান (২৫)

শেরপুরের নালিতাবাড়ীতে ২১টি এক হাজার টাকার জাল নোটসহ এক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ নভেম্বর) রাতে উপজেলার আমবাগান এলাকার ভেদীকুড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে টাকা জব্দ ও তাকে আটক করা হয়।

আটক কারবারি মেহেদী হাসান (২৫)। তিনি নালিতাবাড়ী উপজেলার মধ্যমকুড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় ভেদীকুড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রথমে মেহেদীকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে এক হাজার টাকার ২১টি জাল নোট উদ্ধার করে জব্দ করা হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় মেহেদীর দুই সহযোগী। জব্দকৃত জাল নোটগুলো এতটাই নিখুঁত যে, খালি চোখে সেগুলো শনাক্ত করা কঠিন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, আটক মেহেদীকে জিজ্ঞাসাবাদ শেষে শেরপুর আদালতে প্রেরণ করা হবে। একইসাথে তার সহযোগীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন