

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হাইকোর্টের নির্দেশে অবশেষে মনোনয়নপত্র জমা দিয়েছেন শেরপুর ২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এবি পার্টি মনোনীত আলোচিত সেই প্রার্থী আব্দুল্লাহ বাদশা।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে তিনি শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের নিকট তার মনোনয়নপত্র জমা দেন।
এর আগে, মাত্র ৫ মিনিট দেরিতে মনোনয়পত্র জমা দেয়ায় তার মনোনয়ন গ্রহণ করেনি সহকারী রিটার্নিং অফিসার রেজওয়ানা আফরিন।
জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, গত ২৯ ডিসেম্বর মনোনয়পত্র জমাদানের শেষ দিনে এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা মাত্র ৫ মিনিট দেরিতে নালিতাবাড়ি সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত হন। নির্ধারিত সময় শেষ হয়ে যাবার পরে তার মনোনয়ন পত্রটি গ্রহণ করেননি সহকারী রিটার্নিং অফিসার। এরপর মনোনয়ন জমা দিতে না পেরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই কাঁদতে শুরু করেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় পর আব্দুল্লাহ বাদশা মনোনয়নপত্র জমাদানের জন্য হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তার মনোনয়নপত্র জমা নেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আব্দুল্লাহ বাদশা।
এ বিষয়ে আব্দুল্লাহ বাদশা সাংবাদিকদের জানান, সেদিন আমার গাড়ির সমস্যা হবার জন্য মনোনয়নপত্র জমা দিতে পারিনি। সেখানে আমার কোন ভুল বা গাফিলতি ছিলোনা। মাত্র ৫ মিনিট সময় বিলম্বের কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র জমা না নেয়ায় আমি আদালতের দারস্থ হই। আমি আদালতের কাছ থেকে ন্যায় বিচার পেয়েছি। ইতোমধ্যে কাগজপত্র জমাও দিয়েছি। আশাকরি, আমি বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হবো।
মন্তব্য করুন
