

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি সংসদীয় আসনে মোট ১৬জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন। তবে, তিনটি সংসদীয় আসনে মোট ৩০জন প্রার্থী মনোনয়ন কিনেছিলেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, সকলে আচরণবিধি মেনে আমার দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করছে। আগামী ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই হবে ও ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার শেষে। সবশেষ ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
শেরপুর-১ আসন থেকে মোট ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন মাত্র ৭ জন। তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. রাশেদুল ইসলাম রাশেদ, বিএনপি থেকে সানসিলা জেবরিন প্রিয়াংকা, জাতীয় পার্টি থেকে মো. মাহমুদুল হক মনি ও মো. ইলিয়াস উদ্দিন, জাতীয় নাগরিক পার্টি থেকে মো. লিখন মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মো. শফিকুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন মো. শফিকুল ইসলাম মাসুদ।
শেরপুর-২ আসন থেকে ১২ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন মাত্র ৫ জন। তারা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. গোলাম কিবরিয়া, বিএনপি থেকে মোহাম্মদ ফাহিম চৌধুরী ও মো. ইলিয়াস খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে মো. আব্দুল্লাহ আল কায়েস, জাতীয় পার্টি থেকে মো. রফিকুল ইসলাম বেলাল।
এছাড়াও শেরপুর-৩ আসন থেকে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৪ জন। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মো. মাহমুদুল হক রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ নুরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে আবু তালেব মো. সাইফুদ্দীন ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আমিনুল ইসলাম মনোনয়ন সংগ্রহ করেন।
মন্তব্য করুন
