

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে টানা পঞ্চম দিনের মতো চলছে বিক্ষোভ। মনোনয়নবঞ্চিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জনপ্রিয় চিকিৎসক ‘গরিবের ডাক্তার’ খ্যাত অধ্যাপক ডা. মো. শহিদুল আলমের অনুসারীরা এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়। এতে বিএনপির একাংশের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পর্যায়ের নারী–পুরুষসহ হাজারো সাধারণ মানুষ অংশ নেন।
দলীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীনকে। এই ঘোষণার পর থেকেই ওই আসনে শুরু হয় বিক্ষোভ, সড়ক অবরোধ, মানববন্ধন ও সমাবেশের ধারাবাহিক কর্মসূচি।
ডা. শহিদুল আলমের অনুসারীরা দাবি করছেন, গরিবের ডাক্তার ডা. শহিদুল আলম শুধু একজন চিকিৎসক নন, তিনি এলাকার মানুষের আশা–ভরসার প্রতীক। নিজের অর্থে বহু অসহায় রোগীর চিকিৎসা করেছেন, বিনিময়ে কিছু চাননি। এমন প্রার্থীকে বঞ্চিত করলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।
তারা আরও বলেন, কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিল করে ডা. শহিদুল আলমকে প্রার্থী ঘোষণা করতে হবে। অন্যথায় লাগাতার আন্দোলন চলবে।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের সিদ্ধান্তে পুনর্বিবেচনা না হলে আমরা মাঠ ছাড়ব না। প্রয়োজনে গণপদত্যাগ করে আন্দোলনকে আরও জোরদার করা হবে।
এদিকে, টানা কয়েকদিনের এই বিক্ষোভে কালিগঞ্জ ও আশাশুনি অঞ্চলের রাজনীতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থান নিয়েছে, তবে নেতাকর্মীরা জানিয়েছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
মন্তব্য করুন