মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরায় আ.লীগ নেতার পক্ষে মনোনয়ন জমা দিতে গিয়ে কর্মী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম
আওয়ামী লীগ নেতা সরদার মুজিব
expand
আওয়ামী লীগ নেতা সরদার মুজিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সরদার মুজিবের পক্ষে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন তার এক কর্মী।

সোমবার (২৯ ডিসেম্বর) কলারোয়া উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাকে আটক করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মাগফুর। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার কৃষিবিষয়ক সম্পাদক সরদার মুজিবের প্রস্তাবক হিসেবে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মাগফুরকে গ্রেপ্তারের পর অপর একজন ব্যক্তি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে সরদার মুজিবের পক্ষে সাতক্ষীরা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

এ বিষয়ে সোমবার রাতে সরদার মুজিবের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার পক্ষে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র যথাযথভাবে জমা দেওয়া হয়েছে। তবে মনোনয়নপত্রের প্রস্তাবক মাগফুরকে কলারোয়া থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি মাগফুরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন জানান, মাগফুরের বিরুদ্ধে একটি নাশকতা মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে বক্তব্য জানতে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, মুজিবুর রহমান নামে একজন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। অন্য কেউ তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ায় তাৎক্ষণিকভাবে কে জমা দিয়েছেন, সেটি জানা সম্ভব হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X