মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপির ১ বিদ্রোহী প্রার্থীসহ ২৯ জনের মনোনয়ন দাখিল

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৬ পিএম
রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
expand
রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য সাংবাদিকদের জানান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতার।

ব্রিফিংয়ে জেলা প্রশাসক জানান, সাতক্ষীরা জেলায় মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও নির্ধারিত সময়ের মধ্যে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাইসহ পরবর্তী কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

জেলা রিটার্নিং কর্মকর্তার প্রদত্ত তথ্য অনুযায়ী সংসদীয় আসন ১০৫, সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ কংগ্রেসের মোঃ ইয়ারুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোঃ ইজ্জত উল্লাহ, জাতীয় পার্টির জিয়াউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মোঃ হাবিবুল ইসলাম হাবিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মোঃ রেজাউল করিম এবং স্বতন্ত্র প্রার্থী এস. এম. মুজিবর রহমান।

সংসদীয় আসন ১০৬, সাতক্ষীরা-২ (সদর–দেবহাটা) এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহাম্মাদ আব্দুল খালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মোঃ আব্দুর রউফ, জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত মোঃ আশরাফুজ্জামান আশু, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর জি. এম. সালাউদ্দীন, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল–বাংলাদেশ জাসদের মোঃ ইদ্রিস আলী, জাতীয় পার্টি (রুহুল আমিন হাওলাদার) মনোনীত শেখ মাতলুব হোসেন লিয়ন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী রবীউল ইসলাম এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর শফিকুল ইসলাম শাহেদ।

সংসদীয় আসন ১০৭, সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাফেজ মুহাঃ রবিউল বাশার, জাতীয় পার্টির মোঃ আলিপ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাজী আলাউদ্দীন, স্বতন্ত্র প্রার্থী এম. এ. আসফউদ্দৌলা খান, স্বতন্ত্র প্রার্থী মোঃ শহিদুল আলম (বিএনপির বিদ্রোহী), স্বতন্ত্র প্রার্থী আসলাম আল মেহেদী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর রুবেল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ওয়েজ কুরনী।

সংসদীয় আসন ১০৮, সাতক্ষীরা-৪ (শ্যামনগর) এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জি. এম. নজরুল ইসলাম, জাতীয় পার্টি (জিএম কাদের) মনোনীত মোঃ আব্দুর রশীদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মোঃ মনিরুজ্জামান, জাতীয় পার্টি (রুহুল আমিন হাওলাদার) মনোনীত হুসেইন মুহাম্মদ মায়াজ, গণঅধিকার পরিষদ (জিওপি)-এর এইচ. এম. গোলাম রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস. এম. মোস্তফা আল মামুন এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল ওয়াহেদ।

ব্রিফিংয়ে জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল ও প্রার্থিতা প্রত্যাহারসহ সব কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

নির্বাচনী তপশিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X