

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাতক্ষীরা সদর উপজেলা ভূমি অফিসে প্রতিদিনই সেবা নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ শূন্য ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজার দ্বায়িত্বভার বৃদ্ধি পাওয়ায় নিয়মিত তাঁকে অফিসে পাওয়া যায় না—সেবা প্রত্যাশীদের এমন অভিযোগই বলছে ভিন্ন চিত্র।
খোঁজ নিয়ে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ইউএনও শোয়াইব আহমাদ গত ২০ সেপ্টেম্বর বদলি হয়ে গেলে পদটি শূন্য হয়ে পড়ে। এরপর থেকে এসিল্যান্ড মোঃ বদরুদ্দোজাকে অতিরিক্তভাবে ইউএনও’র দায়িত্ব পালন করতে হচ্ছে। একযোগে দুটি পদ সামলাতে হওয়ায় তিনি নিয়মিত ভূমি অফিসে উপস্থিত থাকতে পারছেন না, ফলে সাধারণ মানুষকে দিনে দিনে ঘুরতে হচ্ছে অফিসে।
পুরাতন সাতক্ষীরা এলাকার মোঃ রমজান আলী জানান, ১৫০ কেসের রায়ের কাগজ তুলতে তিনি দুই মাস ধরে অফিসে আসছেন। কিন্তু এসিল্যান্ডকে নিয়মিত না পাওয়ায় কাজটি এগোচ্ছে না। তিনি বলেন, আজ-কাল-পরশু করে সময় চলে যাচ্ছে। সাহেব নিয়মিত থাকলে এক সপ্তাহেই কাজ হয়ে যেত।
সুলতানপুর গ্রামের অসুস্থ জরিনা বেগম তিন দিন ধরে জমির একটি সইয়ের জন্য অফিসে ঘুরছেন। চোখ ও শিরার সমস্যায় ভুগলেও ওষুধ কেনার জন্য জমি বিক্রির প্রয়োজন থাকায় প্রতিদিনই হাজির হতে হচ্ছে তাকে। আমার কেউ নেই। শুধু একটি সইয়ের জন্য তিন দিন ধরে ঘুরছি। সাহেব ঠিকমতো বসেন না– অভিযোগ তার।
দাম্পত্য বিষয়ক জমিজঞ্জাল নিয়ে শেখ সেকেন্দার আলীও পড়েছেন একই ভোগান্তিতে। তিনি জানান, টানা সাত-আট দিন ধরে অফিসে যাচ্ছি—কিন্তু এসিল্যান্ডকে পাওয়া যাচ্ছে না। গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করেও কাজ হলো না। ডিসি স্যার ডাকছেন বলে চলে গেলেন, তারপর আর আসেননি।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সাতক্ষীরা সদর সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা বলেন, ইউএনও’র দায়িত্ব থাকায় নিয়মিত ভূমি অফিসে থাকতে পারছি না। তবে কোনো কাজ ফেলে রাখছি না, সবার কাজই করে দিচ্ছি।
সাতক্ষীরা জেলা প্রশাসক মিসেস আফরোজা আক্তার জানান, সদর ইউএনও পদ শূন্য থাকার বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট উচ্চ কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত পদায়নের প্রক্রিয়া চলছে।
ভূমি সেবা নিতে আসা ভুক্তভোগীরা বলেন, এসিল্যান্ড যেন নিয়মিত অফিসে বসে জনগণের কাজ করেন এবং দ্রুত ইউএনও পদে কর্মকর্তা নিয়োগ দিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কমানো হয় এটাই এখন তাদের একমাত্র দাবি।
মন্তব্য করুন
