মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খোলপেটুয়ার তীরে ফুটে উঠলো উপকূলীয় সংস্কৃতি-জীবিকা-প্রকৃতির সমন্বিত রূপ

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম
নদীনির্ভর জীবনযাত্রা মেলা
expand
নদীনির্ভর জীবনযাত্রা মেলা

সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগরের খোলপেটুয়া নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী নদীনির্ভর জীবনযাত্রা মেলা।

মেলায় শামুক-ঝিনুকের প্রদর্শনী ছিল দর্শকনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মাছ ধরার ঐতিহ্যবাহী উপকরণ—জাল, খারা, বালতি, হাড়ি-থালা, ঝিনুকসহ নানা সামগ্রীর প্রদর্শনীতে ফুটে ওঠে নদীনির্ভর জীবিকার নানা অনুসঙ্গ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে আয়োজিত এই মেলায় উপকূলীয় সংস্কৃতি, জীবিকা ও প্রকৃতির সমন্বিত রূপ ফুটে ওঠে।

ছিল খোলপেটুয়া ও কপোতাক্ষের নদীর চরে জন্মানো লবণসহনশীল উদ্ভিদ—বাইন, কাঁকড়া, গেওয়া, গড়ান, খলিসা, গোলপাতা ও ধানিগাছের প্রদর্শনীও।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক, গ্রীন কোয়ালিশন, কামালকাটি একতা যুব সংঘ, কদবেল নারী উন্নয়ন সংগঠন ও স্থানীয় জনগোষ্ঠী আয়োজিত এ মেলার প্রবেশমুখেই দর্শনার্থীদের স্বাগত জানায় খোলপেটুয়া ও কপোতাক্ষের মাটি, বালি, কাদা ও লোনা জলে ভরা প্রতীকী পাত্র।

স্থানীয় প্রবীণদের মতে, নদীর মাটি শুধু চাষাবাদ নয়; ঘরবাড়ি নির্মাণ, বাঁধ মেরামত ও উপকূলীয় সংস্কৃতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রবীণ জেলেরা জানান, নাব্যতা সংকট ও লবণাক্ততা বৃদ্ধির কারণে মাছের পরিমাণ কমে গেলেও নদীই তাঁদের জীবন-জীবিকার প্রধান ভরসা।

মেলায় সভাপতিত্ব করেন পদ্মপুকুর ইউনিয়ন গ্রীন কোয়ালিশনের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আশরাফ হোসেন।

মেলায় বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ইউপি সদস্যা সুক্রী রাণী, গ্রীন কোয়ালিশনের সদস্য বিকাশ কুমার মন্ডল, বারসিক এর কর্মসূচি কর্মকর্তা মফিজুর রহমান, সহযোগী কর্মসূচী কর্মকর্তা মনিকা পাইক, ক্যাম্পেইন এন্ড নেটওয়ার্ক ফ্যাসিলিটেটর স.ম ওসমান গনী প্রমুখ উপস্থিত ছিলেন।

কামালকাটি একতা যুব সংঘের স্বেচ্ছাসেবক গৌরাঙ্গ মন্ডল বলেন, চরের গাছপালা শুধু প্রকৃতির অংশ নয়; এগুলো উপকূলকে ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে। তিনি আরও বলেন, নদী দূষণ, নাব্যতা সংকট ও জলবায়ু পরিবর্তনের চাপে উপকূল আজ সংকটাপন্ন। নদী রক্ষা করা মানে আমাদের জীবনকে রক্ষা করা।

নওয়াঁবেকী ছফিরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী অনন্যা মন্ডল বলেন, নদীর চর, গাছপালা আর মাছ ধরার সরঞ্জাম দেখে খুব ভালো লেগেছে। বইয়ের বাইরে হাতে-কলমে শেখার সুযোগ এটি। এখন থেকে নদী রক্ষার সামাজিক উদ্যোগে অংশ নেব।

স্থানীয় গ্রামবাসীরা বলেন, কামালকাটি গ্রামের এ আয়োজন শুধু প্রদর্শনী নয়, উপকূলের বাস্তব জীবনচিত্রের এক জীবন্ত পাঠশালা। নদী কীভাবে মানুষের জীবনকে ধারণ করে এবং মানুষ কীভাবে নদীর ওপর নির্ভর করে—তারই জীবন্ত নিদর্শন এই নদীনির্ভর জীবনযাত্রা মেলা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X