বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০৪:২৪ পিএম
পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার
expand
পীরগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পংকজ রায় (৩২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া আলিম মাদ্রাসার সামনে একটি মুদি দোকানের বরান্দা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পংকজ পাশ^বর্তী দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের মৃত উত্তম কুমারের ছেলে।

পংকজ রায়ের বড় ভাই কৃষ্ণ চন্দ্র রায় জানান, পংকজ মানসিক ভারসাম্যহীন মানুষ। মাঝে মাঝেই সে নিখোঁজ হয়ে যেত আবার বাড়িতে ফিরে আসতো। গত কয়েকদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজকে সকালে পুলিশ বাড়িতে ফোন করে তার মৃত্যুর বিষয়টি জানায়।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, পংকজ ভারসাম্যহীন ও ভবঘুড়ে ছিলেন। তার মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় উইডি মামলা করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন