

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) রংপুর মহানগর শাখার আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি পেয়েছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মাহফুজুর রহমান। তিনি জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। পাশাপাশি অভিযোগ যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
তিন সদস্যের এই কমিটিতে রয়েছেন— আবু তৌহিদ মো. সিয়াম (সিনিয়র যুগ্ম আহ্বায়ক), নাঈম আবেদীন (সিনিয়র সংগঠক) ও মোহাম্মদ আরশাদ হোসাইন (সদস্য)। তাদেরকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে, যা যাবে কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার এবং সদস্য সচিব জাহিদ আহসানের কাছে।
গত ৪ সেপ্টেম্বর রংপুর মহানগরের হারাটি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে অন্তত ৫০ জনেরও বেশি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে ইমতিয়াজ আহমেদের বিরুদ্ধে। উল্লেখ্য, তিনি ওই বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি।
ঘটনার পর এক শিক্ষার্থীর অভিভাবক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও শিক্ষার্থীরা আইনগত কোনো প্রতিকার পাননি। বিষয়টি প্রকাশ্যে আসে ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার)।
ঘটনার বিষয়ে ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেন, আমি ছয় মাস ধরে স্কুলে শ্রম দিচ্ছি যাতে বাচ্চারা ভালো ফল করতে পারে। এজন্য কখনো রাগ করেছি, শাসন করেছি। কিন্তু ৯৫ শতাংশ শিক্ষার্থীর কোনো অভিযোগ নেই।
তার দাবি, বিষয়টি অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়েছে এবং স্থানীয়ভাবে সমাধানও হয়ে গেছে। তিনি নিজেকে এলাকার বড় ভাই হিসেবেও উল্লেখ করেন।
গণমাধ্যমে প্রথমে অভিযোগ অস্বীকার করলেও ২৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেন—এটিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। শিক্ষার্থী, অভিভাবক কিংবা শিক্ষক— কারও দোষ নেই। যদি কোনো ভুল থেকে থাকে, সেটা আমার একান্ত ব্যক্তিগত।
ইমতিয়াজ আহমেদ এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক ছিলেন। কমিটি ভেঙে যাওয়ার পর চলতি বছরের ১৮ জুলাই তাকে বাগছাস রংপুর মহানগর শাখার আহ্বায়ক করা হয়। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    