মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বর্ণাঢ্য র‍্যালি

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম
রংপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
expand
রংপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

রংপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। কর্মসূচির আয়োজন করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন ট্রাস্ট বাংলাদেশ এর রংপুর বিভাগীয় কমিটির।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নগরীর ডিসির মোড় হইতে বর্ণাঢ্য একটি র‍্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে পুনরায় জিলা স্কুলের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই মানববন্ধন ও সংক্ষিপ্ত মানবাধিকার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে র‍্যালিতে অংশ নেয় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আইনুল হক, নির্বাহী কমিটির সদস্য আতাউর রহমান (বিদ্যুৎ), আবু মুসা সোহেল । এছাড়াও মানবাধিকারকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিটির সভাপতি তাজিদুল ইসলাম (অব: সার্জেন্ট) ও সদস্য মো: লিটন মিয়া ও সোহেল রানা প্রমুখ।

র‍্যালি ও মানবাধিকারকর্মী সমাবেশে বক্তব্য রাখেন সংস্থাটির কেন্দ্রীয় কমিটি ও বিভাগীয় কমিটির সদস্যবৃন্দ, সংস্থাটি তাদের বিভিন্ন কর্ম পরিধি নিয়ে আলোচনা করেন এবং আগামীতে মানব সেবায় আরো সোচ্চার ভূমিকা পালন করবেন বলে জানান বক্তারা।

এসময় সংস্থাটি মানুষের অধিকার ও আইনি হয়রানি সহ কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থায় আগামীতে আরো সোচ্চার ভূমিকা পালন করবেন সেই লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X