বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৭ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গামাটির জুরাছড়ির দুই ইউনিয়নে নির্বাচন বন্ধ

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৪ পিএম আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম
ইউনিয়ন পরিষদের নির্বাচন আপাতত বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন
expand
ইউনিয়ন পরিষদের নির্বাচন আপাতত বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন

পার্বত্য জেলার দুর্গম উপজেলা জুরাছড়িতে দুই ইউনিয়ন পরিষদের নির্বাচন আপাতত বন্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। স্থগিত হওয়া ইউনিয়ন দুটি হলো মৈদুং ইউনিয়ন এবং দুমদুম্যা ইউনিয়ন।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান। তিনি জানান, নির্বাচন কমিশন থেকে পাঠানো চিঠির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কেন নির্বাচন স্থগিত করা হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

তিনি আরও জানান, এ দুই ইউনিয়ন ছাড়া অন্য সব ইউনিয়নে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি রাঙ্গামাটির তিন উপজেলার মোট ১৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X