

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাঙ্গামাটির রাজস্থলীতে প্রসবকালে একটি বন্যহাতি মারা গেছে। একই সঙ্গে শাবকটিও প্রাণ হারিয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কাইতংপাড়া এলাকা থেকে বন বিভাগের কর্মীরা হাতি দুটির মৃতদেহ উদ্ধার করেন। স্থানীয়রা জানান, কয়েক সপ্তাহ ধরে ওই এলাকায় এক দল বন্যহাতি বিচরণ করছিল। ধারণা করা হচ্ছে, দুদিন আগে প্রসবকালীন জটিলতায় মা হাতি ও তার শাবক মারা যায়।
গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিমং মারমা বলেন, “সকালে স্থানীয়রা মৃত অবস্থায় মা হাতি ও শাবকটিকে দেখে বন বিভাগকে খবর দেন।” উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সহকারী চিকিৎসক চিরঞ্জিত চাকমা জানান, মা হাতিটির বয়স ২০ বছরের বেশি হতে পারে, ওজন তিন টন এবং দৈর্ঘ্য ১২ ফুট।
রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান বলেন, “প্রসবকালীন জটিলতায় শাবকটির দেহের অর্ধেক আটকে যায়। এ সময় মা হাতি ও শাবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হবে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
