

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাঙ্গামাটির লংগদু উপজেলার প্রধান সড়ক সম্প্রসারণ কাজ চললেও সড়কের ওপর থাকা বৈদ্যুতিক খুঁটিগুলো সরানো হয়নি। ফলে সড়ক দুলেনে উন্নীত হলেও যাত্রী ও যানবাহনের জন্য ঝুঁকি তৈরি হয়েছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) জানিয়েছে, ২০২৩-২৪ অর্থ বছরে ১০ ফুট প্রশস্ত সড়কটি ১৮ ফুটে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়। ৯০০ মিটার দীর্ঘ এই সড়ক প্রশস্তকরণের কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নাহার এন্টারপ্রাইজকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাজের ব্যয় ধরা হয়েছে এক কোটি ৬১ লাখ টাকা।
উপজেলা এলজিইডি প্রকৌশলী শামছুল আলম বলেন, “তিনটি বৈদ্যুতিক খুঁটি সড়কের চার ফুট ভেতরে রয়েছে। খুঁটিগুলো সরানোর জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। তাই খুঁটি রেখেই কাজ করা হচ্ছে।” তিনি আরও জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শেষ হলেও এক বছর রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে এবং খুঁটিগুলো পরবর্তীতে সরানো হবে।
স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, বিদ্যুতের খুঁটি রেখেই সড়ক প্রশস্তকরণের কারণে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। লংগদু যাত্রী ও ভোক্তা কল্যাণ পরিষদের আহ্বায়ক এবিএস মামুন বলেন, “বিদ্যুৎ বিভাগের অসহযোগিতার কারণে খুঁটিগুলো সরানো সম্ভব হয়নি, ফলে চলাচলে সমস্যা দেখা দিচ্ছে।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    