

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাঙ্গামাটির বরকল উপজেলার মাইসছড়ি চ্যানেলে একটি লঞ্চ ডুবোচরের সঙ্গে ধাক্কা লাগার কারণে আংশিকভাবে ডুবে গেছে। সোমবার (১০ মার্চ) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। লঞ্চটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন।
বরকল ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) রিফাত আসমা জানিয়েছেন, দুর্ঘটনার পর বরকল ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্পিডবোট ও ফাইবার বোট ব্যবহার করে যাত্রীদের উদ্ধার করেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাঙ্গামাটির লঞ্চমালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম বলেন, এমএম তানিয়া-২ লঞ্চটি দুপুর ২টায় রাঙ্গামাটি থেকে ছেড়ে যায় এবং বরকলের কাছে ডুবে যায়। তিনি আরও জানান, লঞ্চটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল এবং মালিকপক্ষকে বারবার সতর্ক করা হয়েছিল।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    