

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাঙ্গামাটির বরকল উপজেলার মাইসছড়ি চ্যানেলে একটি লঞ্চ ডুবোচরের সঙ্গে ধাক্কা লাগার কারণে আংশিকভাবে ডুবে গেছে। সোমবার (১০ মার্চ) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। লঞ্চটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন।
বরকল ইউএনও (অতিরিক্ত দায়িত্ব) রিফাত আসমা জানিয়েছেন, দুর্ঘটনার পর বরকল ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা স্পিডবোট ও ফাইবার বোট ব্যবহার করে যাত্রীদের উদ্ধার করেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রাঙ্গামাটির লঞ্চমালিক সমিতির সভাপতি মঈনুদ্দিন সেলিম বলেন, এমএম তানিয়া-২ লঞ্চটি দুপুর ২টায় রাঙ্গামাটি থেকে ছেড়ে যায় এবং বরকলের কাছে ডুবে যায়। তিনি আরও জানান, লঞ্চটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল এবং মালিকপক্ষকে বারবার সতর্ক করা হয়েছিল।
মন্তব্য করুন

