শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ২৫ দোকান পুড়ে ছাই

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯ এএম
২৫ দোকান পুড়ে ছাই
expand
২৫ দোকান পুড়ে ছাই

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২৭ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) রাত ১টার দিকে আলমগীরের কাপড়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ২৭ বিজিবি মারিশ্যা জোনের সদস্যরা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। স্থানীয়দের সহায়তায় পুলিশ ও বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। দেড় ঘণ্টা পর রাত আড়াইটার দিকে দিঘীনালা ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মুদি, কাপড়, ওষুধ ও চায়ের দোকানসহ মোট ২৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। ব্যবসায়ীরা দাবি করেছেন, এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে। মুসলিম ব্লক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম জানান, দোকানগুলো অরক্ষিত ছিল, তাই মুহূর্তের মধ্যে আগুনে সব পুড়ে গেছে।

দিঘীনালা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা পঙ্কজ কুমার বড়ুয়া আগুনের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিটকে দায়ী করেন। বাঘাইছড়ি থানার ওসি হুমায়ুন কবির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।

ব্যবসায়ীরা ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে ফায়ার স্টেশন নির্মাণের দাবি জানিয়ে আসছেন। ২০১৮ সালে জমি অধিগ্রহণ করা হলেও এখনও ফায়ার স্টেশন নির্মাণ কাজ শুরু হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন