মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মাইক্রোবাস চাপায় এনসিপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, আহত ৩

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
আহত এনসিপি নেতা
expand
আহত এনসিপি নেতা

সংবাদ সম্মেলন শেষে কাটাখালি উপজেলায় একটি ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যাওয়ার পথে রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজুকে মাইক্রোবাস চাপায় হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে জেলা এনসিপির একাংশের জরুরি সংবাদ সম্মেলন শেষে মোটরসাইকেলযোগে অনুষ্ঠানে যাওয়ার সময় নগরীর চৌদ্দপাই এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনায় এনসিপি রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, সংগঠনের সদস্য আব্দুর বারি এবং বৈষম্যবিরোধী মিডিয়া সেলের সদস্য সাংবাদিক সোহানুর রহমান সোহান আহত হন।

স্থানীয় লোকজন ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহতদের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে গুরুতর আহত অবস্থায় সদস্য আব্দুর বারিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসা শেষে হাসপাতালের বাইরে এসে আহত এনসিপি নেতা সাজু জানান, “সংবাদ সম্মেলন শেষ করে কাটাখালিতে একটি প্রোগ্রামে যাওয়ার পথে কয়েকটি মোটরসাইকেল আমাদের পিছু নেয়। শহর পার হয়ে একটু ফাঁকা এলাকায় এলে একই লেনে উল্টো পথে আসা সিলভার রঙের একটি মাইক্রো আমাদের মোটরসাইকেল বহরে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। প্রাণ বাঁচাতে আমরা মোটরসাইকেল থেকে লাফ দেই।”

ঘটনার পর রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান রামেকে এসে নেতৃবৃন্দকে দেখতে যান। তিনি গণমাধ্যমকে জানান, “গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজুর প্রাণনাশের চেষ্টা করা হয়েছে।”

এর আগেই রাজশাহী জেলা এনসিপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতিবাদে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য পাঠ করেন সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু।

ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে নগর ও জেলা এনসিপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X