মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নুরাল পাগলার মরদেহে খড়ি দেওয়া সেই যুবক গ্রেফতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম
মরদেহে খড়ি দেওয়া সেই যুবক গ্রেফতার
expand
মরদেহে খড়ি দেওয়া সেই যুবক গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার ভক্ত রাসেল মোল্লা হত্যা মামলায় রাসেল মন্ডল (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতার রাসেল মন্ডল গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরকার পাড়ার আব্দুস সামাদ মন্ডলের ছেলে। তিনি নুরাল পাগলার লাশের ওপর খড়ি দেওয়ার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব।

তিনি জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে রাসেল মন্ডল নুরাল পাগলার লাশ পোড়ানোর জন্য খড়ি দিচ্ছিলেন। ফুটেজের ভিত্তিতেই তাকে শনাক্ত করে নুরাল পাগলার দরবারের ভক্ত রাসেল মোল্লার পিতা আজাদ মোল্লার দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়। মামলাটিতে গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন ও পোড়ানোর অভিযোগ আনা হয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, দুটি মামলায় এ পর্যন্ত মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর নুরাল পাগলার বাড়ি ও দরবারে হামলার ঘটনা ঘটে। এ সময় ভক্ত রাসেল মোল্লা হামলাকারীদের প্রতিহত করতে গেলে গুরুতর আহত হন এবং পরে ফরিদপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নুরাল পাগলের লাশ পোড়ানো, হত্যাকাণ্ড ও হামলার ঘটনায় রাসেলের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে ৩৫০০ থেকে ৪০০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X