

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের মঠবাড়িয়ায় মোবাইল অ্যাপের মাধ্যমে কিশোর ও কিশোরিদের মুনাফার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের বাসিন্দা মো. জসীম উদ্দিন (৪৫) ও তার স্ত্রী শারমীন আক্তার (৩৫)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে তাদের আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, জসীম উদ্দিন ও তার স্ত্রী ‘এমবি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করে এলাকার কয়েকশ কিশোর–কিশোরিকে রেজিস্ট্রেশন করান। অ্যাপটিতে ৩ হাজার টাকা থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজে বিনিয়োগ করলে দৈনিক লভ্যাংশ ও বোনাস দেওয়া হবে—এমন লোভ দেখানো হয়। মুনাফার আশায় বহু কিশোর–কিশোরি সেখানে টাকা জমা করেন।
সোমবার (৮ ডিসেম্বর) হঠাৎ অ্যাপটি অচল হয়ে পড়লে গ্রাহকেরা তাদের বাড়িতে যান। তখন দম্পতি জানায়, প্রতিজনকে আরও ১০ হাজার টাকা জমা দিলে অ্যাপ পুনরায় চালু হবে। এতে সন্দেহ হলে ক্ষতিগ্রস্তরা দম্পতিকে ঘেরাও করে ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
ঘটনায় ভুক্তভোগী মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় সাইবার অপরাধ আইনে মামলা করেন।
মঠবাড়িয়া থানার তদন্ত কর্মকর্তা শেখ হেলাল উদ্দিন বলেন, “অভিযুক্ত দম্পতিকে সাইবার স্পেস ব্যবহার করে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”
মন্তব্য করুন
