শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পিরোজপুরে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম
শুভ জোমাদ্দার (৩২)
expand
শুভ জোমাদ্দার (৩২)

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি শুভ জোমাদ্দার (৩২)-কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে র‌্যাব-৮ এর বিশেষ অভিযানে র‌্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের সহযোগিতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মাসুদপুর পাকারমাথা এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শারমিন আক্তার (২৪) তিন সন্তান নিয়ে পিরোজপুরের ইন্দুরকানী ইউনিয়নের চরাখালি গ্রামে বাবার বাড়িতে বসবাস করছিলেন। তার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন।

অভিযুক্ত শুভ জোমাদ্দার, পিতা মৃত বেল্লাল জোমাদ্দার, একই গ্রামের বাসিন্দা। গত ২৭ অক্টোবর ২০২৫, রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে, তিনি শারমিন আক্তারের বাড়িতে গিয়ে তার স্বামীর কাছে দাবি করা পাঁচ হাজার টাকা চান। স্বামী বাড়িতে নেই জানানোর পর শুভ ক্ষিপ্ত হয়ে ওঠেন।

অভিযোগে বলা হয়েছে, পরে শুভ শারমিনের ১০ বছর বয়সি ছেলে ইমনকে একশ টাকা দিয়ে সিগারেট আনতে বাইরে পাঠান। এরপর ঘরের লাইট বন্ধ করে ভিকটিমকে জাপটে ধরে মুখ চেপে খাটে ফেলে জোরপূর্বক ধর্ষণ করেন। ভিকটিম ও শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তিনি পালিয়ে যান।

ঘটনার পরদিনই শারমিন আক্তার বাদী হয়ে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

বরিশাল র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক আমিত হাসান জানায়, দেশব্যাপী আইন-শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস দমন এবং বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে সংস্থাটি নিয়মিত অভিযানে রয়েছে। সেই ধারাবাহিকতায় শুভ জোমাদ্দারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X