

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক জনকণ্ঠের স্থানীয় প্রতিনিধি আব্দুর রহিম গাজীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধ নিয়ে তথ্য সংগ্রহ করায় এ মামলা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ছত্তার মাস্টারের সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে জমির দখল ও মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ধান কাটাকে কেন্দ্র করে নেছার উদ্দিন ও তার বোন মোসা. ছানিয়া বেগমের সঙ্গে তাদের ভাই মো. শাহিন হাওলাদার পক্ষের উত্তেজনা বৃদ্ধি পায়। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে যান সাংবাদিক আব্দুর রহিম গাজী।
সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের সময় নেছার উদ্দিন পক্ষের কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে ক্ষুব্ধ হন। পরে তারা সাংবাদিকের বিরুদ্ধে ধান কাটার ঘটনায় অংশগ্রহণের অভিযোগ এনে রাঙ্গাবালীতে মোকাম বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে একটি ভিডিও ফুটেজে দেখা যায় সংবাদ সংগ্রহের সময় কয়েকজন ব্যক্তি ওই সাংবাদিকের দিকে তেড়ে যাচ্ছেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করছেন। একই সঙ্গে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেও শোনা যায়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা বলেন, সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তার ওপর এটি সরাসরি আঘাত। তথ্য সংগ্রহে গেলে সাংবাদিককে হয়রানি করার এই প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক।
ভূক্তভোগী সাংবাদিক আব্দুর রহিম গাজী বলেন, আমি কেবল সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম। আমাকে উদ্দেশ্যমূলকভাবে ফাঁসানো হয়েছে। ঘটনার ভিডিও ও সাক্ষ্য আদালতে উপস্থাপন করব এবং আইনগত প্রতিকার চাইব।
এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে রাঙ্গাবালী প্রেস ক্লাব।
মন্তব্য করুন
