মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী-২ আসনে মাসুদের প্রতিদ্বন্ধী শহিদুল আলম 

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ পিএম
শফিকুল ইসলাম মাসুদ-শহিদুল আলম তালুকদার।
expand
শফিকুল ইসলাম মাসুদ-শহিদুল আলম তালুকদার।

পটুয়াখালী-২ (বাউফল) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। প্রথম দফায় পটুয়াখালী বাউফলের এ আসনটি তে প্রার্থী দেয়নি বিএনপি। দীর্ঘ প্রতিক্ষার পর ধানের শীষের প্রার্থী পেলেন বিএনপি নেতাকর্মীরা। এ আসনে মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাউফল আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করে একাধিক প্রার্থী আবেদন করেছিলেন। তাদের মধ্যে থেকে দল চূড়ান্তভাবে শহিদুল আলম তালুকদারকে মনোনয়ন দিয়েছেন।

দলীয় নেতাকর্মী বলছেন, এ আসনটি তে বিএনপি প্রার্থী দেওয়ায় নির্বাচনি চূড়ান্ত আমেজ শুরু হলো। এই আসনে ধানের শীষের সঙ্গে দাঁড়িপাল্লার হাড্ডাহাড্ডি লড়াই হবে। এর আগে ১৮ সালের নির্বাচনে মামলা জটিলতায় তাকে মনোনয়ন না দেয়ায়, আওয়ামী লীগ এর প্রতিদ্বন্দ্বী হিসাবে তার সহধর্মিণী সালমা আলম লিলি কে মনোনয়ন দেয় বিএনপি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X