শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কলাপাড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩০ মণ জাটকা জব্দ

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম
জাটকা ইলিশ
expand
জাটকা ইলিশ

গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার হাজীপুর টোলসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করেছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলের দিকে পরিচালিত ওই অভিযানে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩০ মণ জাটকা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৪০ হাজার টাকা।

কোস্ট গার্ড জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সন্দেহজনক একটি বাস থামিয়ে তল্লাশি করা হলে বিপুল পরিমাণ জাটকা পাওয়া যায়। আটক বাসচালক ও হেল্পারদের মুচলেকা নিয়ে বাসসহ ছেড়ে দেওয়া হয়।

পরে জব্দকৃত জাটকা কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ডের কর্মকর্তারা বলেন, মৎস্যসম্পদ রক্ষায় জাটকা নিধন বন্ধে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X