

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পটুয়াখালীর বাউফলে মাদকাসক্ত ছেলে রেজাউল করিম রাজিবের (২৭) দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মোশারফ ফকিরের বসতঘর। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোশারফ ফকিরের ছেলে রেজাউল করিম রাজিব অতিরিক্ত মাদক সেবনের করতো। ঘটনার দিন সকালে পরিবারের কেউ বাড়িতে না থাকায় রাজিব ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা আসবাবপত্র, পোশাক, ধান-চালসহ সবকিছু পুড়ে যায়। আগুন দেখে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত এগিয়ে এসে চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত গৃহকর্তা মোশারফ ফকির বলেন, সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। এখন কোথায় যাব, কীভাবে চলব কিছুই বুঝতে পারছি না। ছেলের পেছনে লাখ লাখ টাকা খরচ করেছি, এখন আমি নিঃস্ব।
বাউফল ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদ বলেন, যেখানে আগুন লেগেছে, সেই স্থান আমাদের স্টেশন থেকে প্রায় ২১-২২ কিলোমিটার দূরে। আমরা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকায় সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলা হয়েছে।
মন্তব্য করুন
