

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাউফলের কাছিপাড়া ইউনিয়নের মান্দারবন গ্রামের প্রতিবন্ধী মো. আজিজ হাওলাদারকে (৩৬) কুপিয়ে ও পিটিয়ে জখম করার ঘটনার ৬ দিন পরেও থানায় মামলা গ্রহণ করা হয়নি। হামলাকারীরা পুলিশের এক কর্মকর্তার ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় মামলা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর চাচা মো. চান মিয়া হাওলাদার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাউফল প্রেসক্লাবের সভাপতি/সাধারণ সম্পাদকের বরাবর লিখিত অভিযোগে এ কথা উল্লেখ করেন।
অভিযোগে বলা হয়, গত ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে পূর্ব বিরোধের জেরে স্থানীয় আব্দুর রব প্যাদা, ফোরকান প্যাদা, ঈছাহাক আকন, মাওলা প্যাদা, লতিফ খান, মহিবুল্লাহ খান, মৃত সিদ্দিক আব্বাসের ছেলে সোহান খান, মধু খান, মো. জাকির শিকদারসহ আরও অনেকে শারীরিক প্রতিবন্ধী মো. আজিজ হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত আজিজ হাওলাদার একজন শারীরিক প্রতিবন্ধী।
পরে তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এ ঘটনায় বাউফল থানায় হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে গেলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মামলা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাউফলের সার্কেল এএসপির আত্মীয় হওয়ায় মামলা নেওয়া হয়নি। অভিযোগকারী মো. আজিজ হাওলাদার এ বিষয়ে সাংবাদিকদের মাধ্যমে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম ফোনে বলেন,“ঘটনার সাথে যারা জড়িত নয় তাদেরকেও আসামি করা হয়েছে। আসামিদের সনাক্ত করতে অভিযোগের তদন্ত করা হচ্ছে।”
মন্তব্য করুন
