বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
০৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে পতাকা স্ট্যান্ড বিজিবির কাছে হস্তান্তর 

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পিএম
তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে পতাকা স্ট্যান্ড বিজিবির কাছে হস্তান্তর 
expand
তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের বাস্তবায়নে পতাকা স্ট্যান্ড বিজিবির কাছে হস্তান্তর 

উত্তরের আকাশে যখন ভেসে ওঠে কাঞ্চনজঙ্ঘার শুভ্র সৌন্দর্য, ঠিক তখনই সেই আকাশের নিচে নতুন এক গৌরবের প্রতীক হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পতাকা স্ট্যান্ড।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা জিরো পয়েন্টে ১১৭ ফুট উচ্চতার এই ফ্ল্যাগ স্ট্যান্ড এখন দেশের নতুন গর্ব আর এর পুরো বাস্তবায়ন করেছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন।

বাংলাবান্ধা দেশের সর্বউত্তরের প্রান্ত, যেখানে দাঁড়িয়ে দেখা যায় ভারতের দার্জিলিং আর নেপালের হিমালয় পর্বতমালা। এবার সেই সীমান্তেই উড়ছে বাংলাদেশের গর্ব, লাল-সবুজের জাতীয় পতাকা সর্বোচ্চ উচ্চতায়।

মঙ্গলবার বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবেত আলী৷ পরে ফ্ল্যাগ স্ট্যান্ডের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২’ অনুযায়ী পতাকা উত্তোলন ও অবনমনসহ নিয়মিত কার্যক্রম পরিচালনার দায়িত্ব বাংলাবান্ধা বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রহমানের হাতে তুলে দেন।

স্থানীয় প্রশাসন জানায়, ১১৭ ফুট উচ্চতার এই ফ্ল্যাগ স্ট্যান্ডটি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পতাকা স্ট্যান্ড হিসেবে স্বীকৃতি পাচ্ছে। এটি কেবল প্রশাসনিক অর্জন নয়, বরং তেঁতুলিয়ার পর্যটন সম্ভাবনাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ারও প্রতীক। এছাড়া বাংলাবান্ধা জিরোপয়েন্টের ওপারে ভারতের পতাকা সার্বক্ষণিক উড়ে। এখন তার ঠিক বিপরীতে বাংলাদেশের লাল-সবুজ পতাকাও দণ্ডায়মান, উঁচু ও গর্বিত। দিনের আলোতে কিংবা গোধূলির আভায় এই পতাকা শুধু একটি স্ট্যান্ডে নয়, তেঁতুলিয়ার মানুষের বুকে উড়ছে গর্বের, অর্জনের, এবং ভালোবাসার প্রতীক হয়ে।এছাড়া বাংলাবান্ধা সীমান্ত বরাবর পর্যটকরা এখন প্রতিদিন ভিড় করছেন এই নতুন প্রতীকের সামনে। জেলার বাইরে থেকেও বহু মানুষ গতকাল থেকে ছুটে আসছেন দেশের সর্বোচ্চ পতাকা দেখতে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন,বাংলাবান্ধা সীমান্ত বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান। দেশের সর্বোচ্চ পতাকা স্ট্যান্ড স্থাপন তেঁতুলিয়ার মানুষের গর্বের বিষয়। এই পতাকা শুধু জাতীয় মর্যাদার প্রতীক নয়, এটি তরুণ প্রজন্মের দেশপ্রেম ও স্বপ্নের প্রতিফলনও বটে। বিজিবির মাধ্যমে নিয়মিত পতাকা উত্তোলনের মাধ্যমে সীমান্তের এই স্থানটি আরও আকর্ষণীয় পর্যটন স্পটে পরিণত হবে।

জেলা প্রশাসক সাবেত আলী বলেন, এটি বাংলাদেশের সর্বোচ্চ জাতীয় পতাকা স্ট্যান্ড। যেখানে উড়ছে লাল-সবুজের জাতীয় লাল পতাকা৷

তিনি আরও বলেন, দেশের সর্বউত্তরের প্রান্তে এই পতাকা বাংলাদেশের মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতিচ্ছবি হয়ে থাকবে। এটি তেঁতুলিয়ার পর্যটন সম্ভাবনাকেও আরোও উজ্জ্বল করবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন