শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
৩১ জানুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা চাঁদাবাজ থেকে হাতিয়ার মানুষকে বাঁচাতে চাই: হান্নান মাসুদ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫৫ পিএম
আবদুল হান্নান মাসউদ
expand
আবদুল হান্নান মাসউদ

“আমরা চাঁদাবাজদের থেকে হাতিয়ার সাধারণ খেটে খাওয়া মানুষকে বাঁচাতে চাই। যারা হাতিয়ার মানুষকে পাঁচ তলার ওপর থেকে দেখে, ছোট ছোট দেখে—তাদের থেকে হাতিয়ার মানুষকে বাঁচাতে চাই। সেই শকুনের দৃষ্টি থেকে হাতিয়াকে বাঁচাতে চাই। যারা সন্ত্রাসীদেরকে পুনর্বাসন করে, তাদের থেকে হাতিয়াকে বাঁচাতে চাই বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ আসনের ১১দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ৷

আব্দুল হান্নান মাসুদ এসময় হাতিয়াবাসী উদ্যেশ্য বলেন— 'To save Hatia, to change Hatia'। হাতিয়াকে চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। হাতিয়াকে সেভ করতে হবে, বাঁচাতে হবে।

আমাদের স্লোগান—'বেকে আইয়েন মিলি যাই, হাতিয়া বাঁচাবার শেষ লড়াই'। তিনি আরও বলেন, আমরা মনে করি, এবার যদি হাতিয়াকে আমরা বাঁচাতে না পারি, মানুষকে যদি মুক্ত করতে না পারি, তাহলে আবার জিম্মি করা হবে, বারবার জিম্মি করা হবে।”

সোমবার (২৬ জানুয়ারী) দিনব্যাপী নির্বাচন প্রচারণায় হাতিয়া উপজেলার উছখালী পৌরসভার আলম মার্কেটে এসব কথা বলেন তিনি৷ এসময় এনসিপির সকল স্তরের নেতাকর্মী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ ১১ দলীয় জোটের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন৷

হান্নান মাসুদ এ সময় হাতিয়ায় নতুন বন্দোবস্তের জন্য ১১দলীর জোটের প্রতিক শাপলা কলি মার্কাকে বিজয়ের লক্ষ্যে প্রচারণা চালান এবং ঐক্যবদ্ধ হয়ে দ্বীপ বাঁচানোর সংগ্রামে লড়াই করার আহবান জানান৷

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X