

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে চার কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। পরে মাছটি নিলামে ১০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে মাছটি চেয়ারম্যান ঘাটের মেসার্স আল্লাহর দান মৎস্য আড়তে বিক্রি করা হয়।
জানা যায়, হাতিয়া উপজেলার জেলে মো. নুর উল্লাহ মেঘনা নদীতে থাকা চরে জাল ফেলেন। কয়েক ঘণ্টা পর ভাটা আসলে সেই জাল তুলেন। এ সময় বেশ কিছু সামুদ্রিক মাছের সঙ্গে বড় আকারের একটি রানি ইলিশ ধরা পড়ে। পরে তিনি মাছটি আড়তে এনে বিক্রি করেন। জমিদার হাজী বেপারী নামে এক মাছ ব্যবসায়ী ১০ হাজার টাকায় এটি ক্রয় করেন। এসময় মাছটি এক নজর দেখতে কৌতূহলী লোকজন ভিড় জমায়।
জেলে নুর উল্লাহ বলেন, এত বড় মাছ কখনো পাওয়া যায় না। আজ চার কেজির রানি ইলিশ ভালো দামে বিক্রি করেছি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি।
মেসার্স আল্লাহর দান মৎস্য আড়তের স্বত্বাধিকারী ব্যবসায়ী মো. আকবর বলেন, নদীতে এখন বড় সাইজের ইলিশ ধরা পড়ছে না বললেই চলে। তবে ব্যতিক্রম হিসেবে এ ধরনের বিশাল আকারের রানি ইলিশ পাওয়া সত্যিই আনন্দের বিষয়।
হাতিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা মো. ফাহাদ হাসান বলেন, নদীতে প্রায়ই বড় বড় মাছ পাওয়া যায় এবং দামও ভালো পাওয়া যায়। মৎস্য সংরক্ষণে সরকারের দেওয়া বিভিন্ন সময়ে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করায় নদীতে বড় আকৃতির মাছের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    