বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

​নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ পিএম
ইয়াবাসহ গ্রেপ্তার যুবক
expand
ইয়াবাসহ গ্রেপ্তার যুবক

বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে মাদক কারবারিদের তৎপরতা রুখতে বিশেষ অভিযানে নেমেছে নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় বেগমগঞ্জে একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

​জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আজ বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ৷

তিনি জানান, গতকাল বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বেগমগঞ্জ উপজেলার ফেনী-চৌমুহনী সড়কের বড়পোল সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়। একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে দূরপাল্লার বাস ও বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে চালকের হেফাজত থেকে ৩ হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া মাদককারবারির নাম মোহাম্মদ হোসাইন (২৬)। তিনি সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব মাইজদীপুর গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে। অভিযানের সময় ইয়াবা ছাড়াও তার ব্যবহৃত একটি সুজুকি মোটরসাইকেল এবং একটি টেকনো ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

​জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ জানান উৎসবের মৌসুমকে সামনে রেখে মাদকের সরবরাহ বন্ধ করতে আমাদের বিশেষ নজরদারি চলছে। গ্রেপ্তারকৃত আসামিকে ইয়াবাসহ বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X