

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


শ্রমিক নিহতের ঘটনায় দুইদিন বন্ধ থাকার পর নীলফামারীর উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে কার্যক্রম আবারও শুরু হয়েছে। শ্রমিকদের ২৩ দফা দাবি মেনে নেওয়ায় পুনরায় কাজে ফিরেছেন শ্রমিকরা। বর্তমানে সেখানে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে, তারা শ্রমিকদের পরিচয়পত্র যাচাই ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।
উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুল জব্বার বলেন, “শ্রমিকদের দাবিগুলো নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। যৌক্তিক দাবিগুলো মালিকপক্ষ মেনে নেওয়ায় সমস্যা সমাধান হয়েছে।”
এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এভারগ্রিন কারখানায় শ্রমিক ছাঁটাইয়ের জেরে অসন্তোষ দেখা দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে সড়ক অবরোধ করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে হাবিব ইসলাম (২১) নামে এক শ্রমিক নিহত হন। তিনি নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বাসিন্দা এবং ইকু ইন্টারন্যাশনাল কারখানার কর্মী ছিলেন। ওই ঘটনায় অন্তত ২৪ জন আহত হন। পরে উত্তরা ইপিজেডের সব কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন, বেপজা কর্তৃপক্ষ, শ্রমিক প্রতিনিধি, কারখানা মালিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক হয়। সেখানে শ্রমিকদের ২৩ দফা দাবি উপস্থাপন করা হলে যৌক্তিক দাবিগুলো মালিকপক্ষ মেনে নেয়। এর ভিত্তিতে বৃহস্পতিবার সকাল থেকে ইপিজেডের সব কারখানা খুলে দেওয়া হয়। তবে এভারগ্রিন কারখানা আগামী শনিবার থেকে চালু হবে।
শ্রমিকদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো— পুরনো শ্রমিক ছাঁটাই বন্ধ, নামাজের বিরতি নিশ্চিতকরণ, স্বেচ্ছায় পদত্যাগ করলে লে-অফ সুবিধা দেওয়া, স্বাভাবিক লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং টানা ওভারটাইমে বাধ্য না করা।
উত্তরা ইপিজেডে বর্তমানে ২৭টি কারখানায় প্রায় ৩৫ হাজার শ্রমিক কর্মরত আছেন। আরও ছয়টি কারখানা উৎপাদনের অপেক্ষায় রয়েছে।
নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ জানান, “পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে জিডি করা হয়েছে, তবে এখনো মামলা হয়নি।”
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “বেশিরভাগ দাবিই মেনে নেওয়ায় ইপিজেডের পরিবেশ স্বাভাবিক হয়েছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন, শনিবার এভারগ্রিনও খুলবে।
মন্তব্য করুন
