বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীর সাবেক এমপি সাদ্দাম গ্রেফতার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পিএম
সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল
expand
সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেল

নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।

পুলিশ সূত্র জানায়, জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জলঢাকা থানাসহ ঢাকায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

এর আগে গত বছরের অক্টোবরে নীলফামারীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করা হলে বিচারক জলঢাকা থানাকে এফআইআর দাখিলের নির্দেশ দেন। ওই মামলায় অজ্ঞাত আরও এক থেকে দেড় হাজার জনকে আসামি করা হয়।

এজাহারে বলা হয়, ৪ আগস্ট জলঢাকা বাজার এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার নেতৃত্ব দেন সাদ্দাম হোসেন পাভেলসহ কয়েকজন স্থানীয় নেতা। লাঠি, ধারালো অস্ত্র নিয়ে চালানো ওই হামলায় ইয়াসিন আলী গুরুতর আহত হন এবং পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ জানিয়েছেন, জুলাই আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় পাভেলের বিরুদ্ধে শ্যোন অ্যারেস্ট প্রক্রিয়া চলমান রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন