

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোণার মোহনগঞ্জে গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন ১৮টি মাদক মামলার আসামি শাফিন খান পাঠান ওরফে অংকন পাঠান (৩২)। বৃহস্পতিবার সকালে পৌরশহরের কাজী অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের তাকে তিন মাসের কারাদণ্ড দেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, সাজা ঘোষণার পর দুপুরেই অংকন পাঠানকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকের ১৮টি মামলা রয়েছে।
এর আগে গত ১ নভেম্বর অংকনের বাবা রেনু পাঠান (৫৭) হেরোইনসহ গ্রেপ্তার হন। তিনিও বর্তমানে কারাগারে আছেন। তার বিরুদ্ধেও এক ডজনের বেশি মাদক মামলা রয়েছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, অংকন ও তার বাবা উপজেলার এক সময়ের ঐতিহ্যবাহী ও স্বচ্ছল পরিবারের সদস্য ছিলেন। কিন্তু মাদকের নেশা ও ব্যবসায় জড়িয়ে তারা ধ্বংসের পথে চলে গেছেন। বছরের অধিকাংশ সময় কারাগারে কাটালেও জামিনে বের হয়ে পুনরায় মাদক ব্যবসায় যুক্ত হন তারা।
ওসি আমিনুল ইসলাম বলেন, বাবা-ছেলে দুজনের বিরুদ্ধেই মাদকের অসংখ্য মামলা রয়েছে। আমরা বারবার তাদের গ্রেপ্তার করি, কিন্তু জামিনে বের হয়ে তারা আবার একই কাজে জড়িয়ে পড়ে। এটি স্থানীয়ভাবে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
মন্তব্য করুন