

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের দুগিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় পারভেজ ভূইয়া (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহত পারভেজ ভূইয়া নেত্রকোনা শহর থেকে সাইকেল চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে একটি ফোনকল আসলে তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক এসে তাকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং ট্রাকটিকে চালকসহ আটক করেন। পরে গুরুতর আহত অবস্থায় পারভেজ ভূইয়াকে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পারভেজ ভূইয়া সদর উপজেলার কসবা গ্রামের ইনাম উদ্দিন ভূইয়ার ছেলে। স্থানীয়দের বরাতে জানা গেছে, তিনি নেত্রকোনা জেলা শহরের একটি সুপার শপে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফেরার পথেই তিনি দুর্ঘটনার শিকার হন।
নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মাজহারুল ইসলাম জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকচালক লিটন (৪৫) ও সংশ্লিষ্ট ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন
